ঈদ এসেছে ঈদ ।। জাকির হোসেন কামাল

আজ প্রভাতে সুনীল আকাশ রৌদ্র করোজ্জ্বল,
মনের ভেতর খুশির জোয়ার উছলে ওঠে জল।
আজকে কেন দেখি সবার হাসি- খুশি মন,
বলবো না তা, কারণ আমি জানি বিলক্ষণ!

আজ বিকেলে আকাশ-গায়ে মেঘের ওড়াউড়ি,
রৌদ্র-ছায়ায় পাল্লা দিয়ে উড়ছে কতক ঘুড়ি।
চোখ মেলেছে গাছের চারা সবুজ পাতা দু’টি,
ফুলের মেলায় খোকা- খুকুর দারুণ লুটোপুটি।

আজকে পাড়ায় উছল ধারায় ভাঙছে খুশির বাঁধ,
গেল কোথায় এতদিনের ক্লান্তি-অবসাদ?
টুটে গেল কোথায় বলো চোখের কোণে নিদ,
আকাশ-বাতাস জানান দিলো ঈদ এসেছে ঈদ!

ঈদের খুশি তাই উষসী আনন্দে ঝলমল,
ঘুরে ঘুরে উড়ে বেড়ায় লাল ফড়িঙের দল।
গুনগুনিয়ে যাচ্ছে চলে মৌমাছিদের ঝাঁক,
কুলুকুলু ধ্বনি শোনায় গোমতী নদির বাঁক।

নতুন পোশাক পরে সবার ঘোরাঘুরির ধুম,
সালাম করেই যাচ্ছে পাওয়া আদর-মাখা চুম।
ঘরে খোকার মন থাকে না মেঘের ডানায় মন,
চারিদিকে আজকে ঈদের এত্তো আয়োজন।