এখনো খুঁজি তোমায়৷। জয় মজুমদার

শরতের শুভ্র প্রহরে হেঁটে যায় সহস্র রমণী –
হাজার লোকের মাঝে ফিরে চাই তেমনি !

যত খুঁজি ততই ভাবি-
হাজার লোকের ভিড়ে পাবো কি তোমারে??
মনের সবজান্তার সীমানা পেরিয়ে এখনো খুঁজি যতনে।

মনের আলিঙ্গনে করেছে খেলা-
শান্ত দেহে বহিছে মেলা;
ভাবতে থাকি সারাবেলা –
পাবো কি তোমায় আধা বেলা?
এখনো যে খুঁজি তোমায় সন্ধ্যাবেলা।

খুঁজতে থাকি নিরন্তরে-
পাবো কি তোমায় দেশান্তরে?
ভাবতে থাকি একা চিত্তে ;
মন যে কাঁধে তোমারই কথা ভেবে।

পাবো কি তোমায় খুঁজতে গিয়ে?
ধরা কি দিবে আমার হয়ে?
হাসবো দু’জন মিলেমিশে –
থাকবো দু’জন আলোর বেসে;

রাঙিয়ে দিবো মন আনন্দে –
এঁকে দিবো সিঁথিরও মাঝে;
তুমি আসবে যখন আপন সাজে-
হাসাবো তোমায় আমার গৃহে।

খুঁজবো তোমায় এই জনমে-
রাখবো তোমায় মনের দিবানিশিতে;
সাজাবো তোমায় পুষ্পমাল্যে –
পুজো দেবো মনের ও মন্দিরে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়