এখন আর তোমাকে ঠিক মনে পড়ে না।। রানা ইবনে আজাদ ।

এই নাগরিক ব্যাস্ততা ও যন্ত্রনায়
তোমাকে আর ঠিক আগের মতো মনে পড়ে না
কিছুদিন আগেও দিনে দশবার তোমার
নাম ধরে চাতকের তৃষ্ণায় আবৃতি করে যেতাম
অথচ এখন তেমন মনে পড়ে না
বেশ কসরত করে মনে করতে হয়
বড্ড আলসেমি লাগে ক্লান্তিকর টেনে নেয়ার মতো
পরিশ্রম মনে হয় বড্ড ভাড়ি লাগে
অথচো কি মিস্টি তোমার নাম খানা
যেন কাঁচা সৌরভ মাখা এক ঝাঁকা বেলি ফুল।

আজ সারাদিনেও একবারের জন্যও তোমায় নিয়ে ভাবি নাই
তোমায় নিয়ে দূরে কোথাও যাবার ইচ্ছ্ব জাগে নাই
ভাবনার ইন্দ্রীয় হঠাত খালি হয়ে যাওয়া পাখির বাসার মতো শুন্য
কল্পনার মেঘেতে আর বিদ্যুৎ চমকায় না
যে আলোতে তোমায় দেখবো বলে ধনুক ভাঙ্গা পন করেছিলাম
এখন আর তোমায় ঠিক মনে পড়ে না ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়