কবি আরিফ নজরুলের জন্মদিন আজ

১৪ জুন (আজ আগামী ডেস্ক)। আজ কবি আরিফ নজরুলের জন্মদিন। তিনি বরিশালের জেলার বাবুগঞ্জে এক মুসলিম সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্বারি আব্দুল ওয়াজেদ আলী খান ও মা নূরজাহান বেগম। আরিফ নজরুল কিশোরবেলা থেকেই লেখালেখি করে আসছেন। তার উল্লেখযোগ্য বইসমূহের মধ্যে রয়েছে : ষড়রিপুর ষড়যন্ত্র [কবিতা], মেঘ বৃষ্টি ও পাখির পদাবলি [কবিতা], মনপোড়া বসতবাড়ি [কবিতা], বাতাশসমগ্র [কবিতা], হেঁটে যাই বনবেড়ালির সাথে [কবিতা], যে নামে কাঁপছে ঠোঁট [কবিতা], রৌদ্রস্নাত বৃক্ষজীবন [কবিতা যৌথ], সে আসে ধীরে [কবিতা যৌথ], মৌন মোহন বিষাদ [কবিতা যৌথ], এক যে ছিলো পুতুলরানি [ছোটদের গল্প], নোনাজল [গল্প], ঢাকার বাইজি উপাখ্যান (প্রবন্ধ), বাঙালির মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু (প্রবন্ধ সংকলন), স্মরণবরণ শেখ রাসেল (সংকলন) , আমাদের ছোট রাসেল সোনা (সংকলন), গল্পকথায় শেখ রাসেল (গল্প সংকলন), দ্য জেনোসাইড ১৯৭১ (প্রবন্ধ সংকলন), বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্তিমালা মুজিবগাথা (কবিতা সংকলন) ও বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্তিমালা সোনার কবজ (কবিতা সংকলন) সম্পাদিত। বিন্নি ধানের খই (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, পুতুল নাচে বইয়ের পাতায় (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, বর্গী এলো দেশে (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, বাক বাকুম পায়রা (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, আতা গাছে তোতা পাখি (শিশুকিশোর সংকলন) সম্পাদিত ও আম পাতা জোড়া জোড়া (শিশুকিশোর সংকলন) সম্পাদিত।

সাহিত্যে অবদানের জন্য পেয়েছে মহাত্মা গান্ধী পিস এওয়ার্ড, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, বন্দে আলী মিয়া স্মৃতি পদক, ভাষাসৈনিক মাদার বখশ স্মৃতি পদক।