কবি রাধেশ্যাম মজুমদারের দুইটি কবিতা

১। আমার সকাল বেলা

আমি ঊষার আকাশে নির্মল বাতাসে
হাঁটিয়া বেড়াই ভাই
হাঁটিতে হাঁটিতে জপি মোর বিধাতারে
মনে বড় সুখ পাই।
পাখির কুহুতান, সুমধুর আযান
বাতাসে ভাসিয়া আসে
হেরি নামাজী হয়েছে ঘরের বাহির
আজানুলম্বিত বাসে।
যবে ক্রোশখানি পথ হাঁটা হলে শেষ
ফিরিনু নিজের ঘরে
দেখি পূবের আকাশে লেগেছে আগুন সোনার থালার পরে।
দেখি দখিনা বাতাসে, অলিন্দে দাঁড়িয়ে
অরুণোদয়ের খেলা
দেখিতে দেখিতে কাটিয়া যায় যে ভাই
আমার সকাল বেলা।

   ২। কিষানের দুপুর

কাঠফাটা রোদে ফসলের মাঠে
মাতলা মাথায় দিয়া
কিষান চালায় লাঙ্গলের ফলা
পিপাসায় ফাটে হিয়া।
পিঠখানা তার নিলামের ছাতা
পুড়িয়া পুড়িয়া শেষ
তামাটে হয়েছে তনুখানি তার
গৌরের নাহিকো লেশ।
তহবনখানি কাছা টানি ধায়
লাঙ্গলের পিছু পিছু
পায়ে ফুটে তার কতনা কণ্টক
বলিবার নাহি কিছু।
প্রতীক্ষায় থাকে কখন আসিবে
শুঁটকিবর্তা ও ভাত
পেটটি ভরিয়া করিবে ভোজন
শোকরিয়া দীননাথ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়