কাব্য নয় গল্প।। পার্ল পার্লি

কাব্যকথা অনেক হলো
আজ একটা গল্প শোনাই
আমার ছোট্টবেলার মনপাড়াতে
একটি মেয়ে বসত করে।
শ্যামলা বরণ,পিঙ্গল কেশ
ছিপছিপে গা,দেখতে বেশ।
যেথা ইচ্ছা,সেথায় বেড়ায়
গল্প কুড়ায়, ঝুলি ভরায়।

সেই মেয়েটি আজকে কেমন!
কোথায় আছে,কার কাছে কী চায়?
তার কাছে আজ কি ধন রতন!
দীনহীন জীবন যাপন?
কেউ কী তার খবর রাখো!
কোনদিন কি কাছে ডাকো?

ধূলির ধরায় মিশলে পরে
স্মরণসভায় ডাকলে তারে,
তার নামে যে সৌধ স্মৃতি!
ভাগ দেবে তো সেদিন তারে?

অদ্য যদি শিউলি হয়ে
সদ্য ফুটে পথের প’রে!
হারিয়ে যাওয়া বন্ধু ভেবে
কুড়িয়ে বুকে রাখবে তারে?

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়