গোধূলির শেষ রং/ আঞ্জুমান আরা খান

এখন আমার দুপুরগুলো অন্যরকম!
গল্প বলার বায়নাটা নেই অনুরাগে,
ক্লান্ত দেহের ঘুম চুরি যায় কাকের ডাকে!
জীবন মানে কেমন খেলা প্রশ্ন করে;
সময় কাটে কল্পলোকের ডানায় চড়ে।

এখন আমার বিকেলগুলো অন্যরকম !
চায়ের টেবিল হয় না সরব পেয়ালা গুনে
খিলখিলিয়ে কেউ হাসে না গল্প শোনে।
নেতিয়ে পড়া বিকেল ঝুলে সাঁঝের কোলে,
চমকে উঠি কারো ডাকে মনের ভুলে!

এখন আমার রাত্রিগুলো অন্যরকম!
নিয়ম করে লম্বা সময় আকাশ দেখি,
ঘোরলাগা ওই চাঁদের আলোও সবটা মেকি!
কোনটা আসল,কোনটা নকল, কোনটা ফাঁকি,
জীবন খাতায় হিসেব নাহয় থাকুক বাকি!

এখন আমার ভোরবেলাটাও অন্যরকম!
পর্দা গলে আলো পড়ে চোখের পাতায়,
ঘুম ভেঙে আর চোখ পড়ে না ঘড়ির কাঁটায়।
ঠান্ডা হাওয়ায় বাইরে ঘোরার সময় অনেক,
আড়মোড়াতেই সময় কাটে মিনিট দশেক!

ভোরবেলাটা পাশ কাটিয়ে সকাল বলে-
দীপ্ত আলোয় ঠোঁটের কোণে ঝুলাও হাসি,
ঝরা ফুলেও হয় যে মালা হোক তা বাসি!
দৃষ্টি মেলো নুতন করে, শক্ত করো নিথর পেশী,
সব মাড়িয়ে বাঁচার তাগিদ অ নে ক বেশি!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান