ঘুমের ঘোরে নাটের গুরু ।। হুমায়ূন কবির

উথাল পাতাল সিংহ মামা
কেশর দোলায় রাগে
শেয়াল-চিতা বানর মিলে
বুদ্ধি পাকায় বাগে।

বাঘের সাজা রাজার বাড়ি
আটকা পড়ে খাঁচায়
ইঁদুর ভায়ার ঘুম যে হারাম
কেমনে তাকে বাঁচায়।

দুষ্টু শেয়ালের মিষ্টি কথায়
সোরগোল বাঁধে বনে
ময়ূর পঙ্খীর হাত ইশারায়
সাপ-বেজি তার সনে।

বন পুড়ে যায় আগুন লেগে
কার যে কী যায় আসে
ঘুমের ঘোরে নাটের গুরু
অট্টহাসি হাসে।