ছন্নছাড়া জীবনকে পাশ ঠেলি / জাহিদুল যাদু

চলো খোলা আকাশের নীচে 
মুক্ত বাতাসে শ্বাস নিই দুটো মনের কথা বলি। 
মনের অজান্তেই না হয় 
আরেকটু নিঃশ্বাস গাঢ় হবে বুক কাঁপবে দুরু দুরু
চোখ বুজে আসবে প্রশান্তি প্রত্যাশায়।


চলো মুক্ত আলোচনা হোক 
নির্দ্বিধায় উগড়ে দিই জমে থাকা গরল 
তারপর শান্ত হই! 
আকাশের নক্ষত্রও একসময় ঔজ্জ্বল্য হারায়
ঘরে ফেরেনা  অভিমানী কাকাতুয়া
সন্ন্যাসী জীবনে দেয় উড়াল! 
সুউচ্চ শৃঙ্গের বুক ফেটে অগ্নুৎপাত হয় 
তবু সান্ত্বনা মেলেনা… চলো 
চোখে চোখ রাখি,একান্তে বলি দুটো কথা,
হাতের মুঠোতে থাকুক হাত।
শান্তির খোঁজে কিছুটা সময়
ছন্নছাড়া জীবনকে পাশ ঠেলি.. চলো।

মন্তব্য করুন