জমকালো মেঘ।। আলমগীর সরকার লিটন

একদিন হেঁটে এসেছিল
সবুজের আইল পাথার!
রোজ রোজ আনন্দ বহর হৈ হল্লার
খেলে গেছে- রঙধনু বৈকাল-
আজকাল কিছুটা হয়েছে অম্লান,
সোনালি মাঠ, পিচ ঢালা ইট পাথর
ঘিরা রাস্তার মোড়- হারিয়ে গেছে
চিকন সুরু রোদ উজ্জ্বল আইল পথ;
কোনদিন রাতের চাঁদ ভুলেও,খুঁজে না-
পূর্ণিমাময় সবুজ আইল পাথার।
অথচ গন্ধভারি বাতাসের আতর্নাদ
ভেসে আসে জম কালো মেঘ
খুঁজে ফেরা সেই পথের আকাশ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়