টুকরো স্মৃতির গল্প-৩

পর্ব-২ ।।

এইচএসসি পরীক্ষার সময় একজন আমা‌কে ব‌লে‌ছি‌লেন, তি‌নি না‌কি আমার ম‌তো নিরু‌দ্বিগ্ন পরীক্ষার্থী জীব‌নেও দে‌খেন‌নি! পাস কর‌লে আ‌মি যেন তার স‌ঙ্গে দেখা ক‌রি। কেন বল‌বেন না! পরীক্ষা চল‌ছে, আর আ‌মি সন্ধ‌্যা সাতটা থে‌কে রাত সা‌ড়ে দশটা পর্যন্ত টিচার্স ট্রেনিং ক‌লে‌জে টি‌ভি রু‌মে কা‌টি‌য়ে এ‌সে ঘু‌মি‌য়ে পড়লাম! এইচএসসি পরীক্ষায় আমার কেন্দ্র ছিল সি‌টি ক‌লেজ, থাকতাম ঢাকা ক‌লেজ ডি‌গ্রি হো‌স্টে‌লে বন্ধু না‌সির উ‌দ্দিন বাবু‌লের (অব: স‌চিব) রু‌মে। সি‌নিয়র ভাই যি‌নি ওই মন্তব‌্য ক‌রে‌ছি‌লেন, ঢা‌বির হল বন্ধ থাকায় তি‌নিও আমা‌দের স‌ঙ্গে থাক‌তেন। আ‌মি পাস করলাম। ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তি হলাম এবং তারপর এক‌দিন সেই সি‌নিয়র ভাই‌য়ের স‌ঙ্গে দেখা কর‌তে গেলাম। তি‌নি তখন ব‌্যাংক কর্মকর্তা। আ‌মি যে বছর পরীক্ষার্থী সে বছর তি‌নি ঢা‌বি থে‌কে বি‌বিএ শেষ ক‌রে‌ছেন। স্কু‌লে পড়ার সময় আসাদ (ড. আসাদুল হক, অধ‌্যাপক, ঢা‌বি) ব‌লে‌ছিল তুই পাস ক‌রিস কীভা‌বে, ক্লা‌সে তো কিছুই পা‌রিস না! আসাদ প্রাইমা‌রি ও হাইস্কু‌লে আমার শ্রেণিবন্ধু‌ ছিল। ও তো বল‌বেই, ক্লা‌সে স‌্যার কিছু জি‌জ্ঞেস কর‌লে লজ্জায় কিছু বল‌তে পারতাম না, এতটা লাজুক ছিলাম আ‌মি।