ঢাবি ধামরাই স্টুডেন্ট ফোরাম (DUDSF)-এর উপদেষ্টা ও কার্যউপদেষ্টা কমিটি গঠিত

২০২১-২০২২ সালের জন্য “ঢাকা বিশ্ববিদ্যালয় ধামরাই স্টুডেন্ট ফোরাম “(DUDSF) এর সকল সদস্যের মতামতের ভিত্তিতে DUDSF এর কার্যক্রমকে গতিশীল ও ত্বরান্বিত করা এবং সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সিইও, খান এ্যাসোসিয়েটস ও প্রতিষ্ঠাতা পরিচালক, গুলশান কমার্স কলেজ এবং ব্যবস্থাপনা পরিচালক, ইফাজ তাহিয়া এগ্রো ফার্ম – জনাব এ. আর. খান রানা কে – প্রধান উপদেষ্টা করে নিম্নলিখিত উপদেষ্টা পরিষদ ও কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ

জনাব মাসুদ আহমেদ সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সাহিত্যিক এবং সাবেক সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জনাব ড. শাহাদৎ হোসেন মাহমুদ মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জনাব মোহাম্মদ মঈনুদ্দিন মিয়া
সাবেক ডি.জি.এম, জনতা ব্যাংক লিঃ ও জাতীয় উপ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস।

কার্যউপদেষ্টা কমিটি

চীফ রিসেটেলমেন্ট অফিসার, পিবিআরএলপি, বাংলাদেশ রেলওয়ে এবং আঞ্চলিক উপ-কমিশনার (আন্তর্জাতিক,স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ) রেলওয়ে অঞ্চল, বাংলাদেশ স্কাউটস।- জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান,
এ.ভি.পি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ – জনাব মোঃ সুলতান উদ্দিন।
সিওও, স্বনির্ভর গ্রুপ – জনাব কাজী জহিরুল ইসলাম।
সহকারি ব্যবস্থাপক, R&D, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। – জনাব সুধীর বিশ্বাস,
আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট – ব্যারিষ্টার আব্দুল্লাহ ইউসুফ সুমন। সহকারী পরিচালক, শিক্ষা অধিদপ্তর জনাবা মোছাঃ ফরিদা ইয়াসমিন।ব্যবস্থাপক, জি. টি. সি. এল. বাপেক্স জনাব মোঃ মহিদুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার, পিপিএম বার, বাংলাদেশ পুলিশ – জনাব মোঃ ছানোয়ার হোসেন।
সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় – জনাব মোঃ আসলাম হোসাইন।
সমন্বয়কারী, সজাগ – জনাব আব্দুস সালাম ফরাজী।
গণিত শিক্ষক, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল – জনাব নিতাই সরকার।
প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক লিঃ – জনাব আনোয়ার হোসাইন।
প্রিন্সিপাল অফিসার, পূবালী ব্যাংক লিঃ – জনাব মুস্তাক আহম্মেদ খান।প্রভাষক (ইতিহাস), শিক্ষা ক্যাডার – জনাব পলাশ চক্রবর্তী।
সহকারী ব্যবস্থাপক, পি.কে.এস.এফ জনাব মোঃ মেহেদী হাসান।
উদ্যোক্তা জনাব মনজুরুল ইসলাম মনজু।
আইটি অফিসার, জনতা ব্যাংক লিঃ জনাব মুজাহিদুল ইসলাম।
উদ্যোক্তা – জনাব ইমরান হোসেন।
সহকারী ব্যবস্থাপক, ডি.পি.ডি.সি. জনাব জহিরুল ইসলাম খান।
সহকারী বন কর্মকর্তা জনাব মোঃ সুমন মিয়া।
প্রভাষক, EEE বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব মোঃ আরিফুল ইসলাম।
প্রতিষ্ঠাতা সভাপতি, DUDSF – জনাব এম. এ. ইসলাম আরিফ,
সাবেক সাধারণ সম্পাদক, DUDSF-জনাব তুলিপ খান।
প্রভাষক, ফলিত গনিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় জনাব মোঃ জসিম উদ্দিন।
সাবেক সাধারণ সম্পাদক, DUDSF-জনাব এ.কে. রনি।

সবি/আজ আগামী/নাআ/২০২১