তিনকোণ এক বিন্দু হই।। তাছাদ্দুক হোসেন

চলে এসো কাশবনে কথা হবে
যে কথা হয়নি বলা চৈত্রের দাবদাহে
অশত্থ গাছের নিচে ছায়ার পাটিতে বসে
ঘনকালো বর্ষায় আষাঢ়ের মেঘমল্লার সুরে
কদম কেয়া আর কেতকীর স্নানঘর থেকে
জলের সৌন্দর্য নিয়ে লোকালয়ে চলে আসা
সর্গের অপ্সরী বধু।
জীবনের তৃষ্ণা মিটে না-না মিটে চাওয়ার হাত-পা
অগোছালো সংসার কখনো সারে না
সংসারের অসুখ শুধু বেড়ে যায় মনোমালিন‍্য
অভিমান বিচ্ছেদ বৈরাগ‍্যবোধন!

চলে এসো কাশবনে শরৎকন‍্যাকে নিয়ে বসে আছি
তুমি এলেই ঝলমলিয়ে উঠবে চারদিক
আলোকিত হবে অন্ধকারের বারান্দা
চন্দ্রালোকিত শুভ্রমেঘের মাদুরে বসি
মিটিয়ে ফেলা যাক্ ক্লেদাক্ত কাহিনির ক্ষুদ্র বিন্দুটুকু।

এসো তিনজনে ত্রিভুজ হয়ে বসি
তিনকোণ একবিন্দু হই।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়