তুমি নারী বলেই / আঞ্জুমান আরা খান

তুমি নারী বলেই
শীতল স্পন্দন! ধরীত্রি তোমায় ধারণ করে
মায়ের আদলে।
জগতের সব ত্রাস ঢাকা পড়ে যায় যেন
তোমারই আঁচলে!

তুমি নারী বলেই
মমতার বন্ধনে তুমি পিতার আদুরে
শিশু কন্যা!
উত্তাল সময়ে উর্বশী হও, কখনো হও অনির্বাণ
মমতার বন্যা।

তুমি নারী বলেই
স্রোতস্বিনী নদী এক, তুমি আশ্রয়, তুমি প্রশ্রয়,
বেহিসেবে হয় তোমাতেই যত লেন দেন,
কবির কবিতায় তুমিই কেবল চিরকাল
বনলতা সেন!

তুমি নারী বলেই
কখনো হও নির্মম আগলে রাখার ছলে
প্রকৃতির চেয়েও ঢের!
তোমারই প্রণয়ে দেহ- মন পুড়ে নিঃস্ব পরিণতি
শত মহানায়কের।

তুমি নারী বলেই
তুমি বাঁচো-মরো অন্ধকারে,
অন্তরালে বারবার!
কেন অধিকার চেয়ে অসহায়
সাজো আর?

তুমি নারী , তুমি মানুষ, নও কভু
খড়কুটো বানভাসি!
তুমি ক্রন্দসী, বাঁচো নিজ অধিকারে, তবু হাসো
বিশ্বজয়ের হাসি।