নষ্টালজিয়া/হুমায়ুন কবীর

এখানে কোনো পর্বত নেই
সূর্য ডোবার মোহন দৃশ্যটাও এখানে নেই
তবু এখানেই আমার ভালো লেগে গেছে।

এখানে কোনো সমূদ্র নেই
বড়ো কোনো নদীও এখানে নেই
তবু এখানেই আমার মন আটকে গেছে।

এখানে পাহাড়ি ঝরনার জল গড়িয়ে পড়ে না
এখানে ঘুণাক্ষরেও কোনো পর্যটক আসে না
তবু এখানেই সংবৎসর থেকে যেতে ইচ্ছে।

এখানে কোনো পুরাকীর্তির নিদর্শন নেই
এখানে রাজা বাদশাদের কোনো ভিটেমাটি নেই
তবু এই জায়গাটাই আমার মনে ধরেছে।

এখানে কোথাও কোনো জলপ্রপাত নেই
এখানে বন্যপ্রাণীদের কোনো অভয়ারণ্য নেই
তবু্ও এখানেই আমার মন বসে গেছে।

পাঁচজনের মন- কাড়ে এমন কিছুই এখানে নেই
তবুও কেন জানি এখানেই থেকে যেতে ইচ্ছে
দূরে কোথাও গেলে আমার মন চায় এখানেই ফিরতে।