নিরন্তর সমঝোতা /আজমেরিনা শাহানী

নগ্ন পায়ে হেঁটে আসে
ক্লান্তিহীন অতীত
আর আমি ক্রমশ ক্রমাগত হই
ঘূর্ণয়মান বৃত্তের মতো
প্রেম আর কামের তুমুল উচ্ছ্বাসে ব্যস্ত
অর্বাচীন ভালবাসার দেশে।

অনন্ত বিরহ শিখিনি,
তাই
বুকের জমিনে আজ
নতুন প্রেমের পরিধি,
তুমি আমায় যে আকাশটা দিয়েছিলে
রংধনু দেখবো বলে-
সেখানে আজ নীল জ্যোৎস্নারা খেলা করে।

জীবনের প্রয়োজনে
ক্রমশ নিবিড় হয় আমার প্রেম
গভীর হয় আমার
আত্মিক যোগাযোগ,
তোমার বিশ্বস্ততায় জামানত রাখি
আমার সবটুকু সুখ।

আমি দুঃখ আর
আমারর প্রথম স্বপ্নকে ছুঁয়ে দেখেছি
তোমার নিরুত্তাপ হৃদপিণ্ডে
আমার আকাক্সক্ষার দিন-রাত্রির
যবনিকাপাত হয়
তোমার অপেক্ষাকাতর গুপ্তচর মনে।

বুকের ভেতরের
শেষ ঠিকানাটা তোমার
তুমি, আমার বেহিসাবি মনের
একান্ত চাওয়া,
তুমিই আমার অলিখিত চুক্তির
নিরন্তর সমঝোতা।

মন্তব্য করুন