নীলার অপেক্ষা/সুপ্রিয়া বিশ্বাস।

অভি: হ্যালো
নীলা: কে বলছেন প্লীজ!
অভি: আমি এক কক্ষচ্যুত উল্কা বলছি !
নীলা: বুঝেছি। কেমন আছো অভি?
অভি: ভালো। চাঁদ বিহীন রাত যেমন থাকে তেমন!
নীলা:কোথায় আছো?
অভি: অনেক দুরে! আমেরিকার কোন এক শহরে।
নীলা: মনে হচ্ছে শরতের মেঘের মত
এ আকাশ থেকে ঐ আকাশে উড়ছো তুমি
একাকী উদাসীনতায়।
কোথাও স্হিরতা নেই তোমার।
কেন?

অভি: জানো না বুঝি?
মেঘেরা তো উড়েই বেড়ায় নীলা!
স্হির হতে হলে তো বসার মতো
এক টুকরো আকাশ চাই।
তুমি কি হতে পারবে আমার সে আকাশ ?

নীলা: কেন নয়?
তোমার জন্য নীলাকাশ হবো,নয়তো হবো মৃত্তিকা।
আমার নীলাকাশে মেঘ হয়ে উড়বে তুমি!
নয়তো বৃষ্টি হয়ে এসো!
তোমার বাদল মুখরতা আমাকে দেয় প্রশান্তির বারতা।

অভি:এমন করে ডাকছো তুমি?
বাতাস হয়ে আসবো আমি ,
ছুঁয়ে দেবো তোমার হৃদয় ভুমি।

নীলা: এমন গ্রীষ্মকালে ঝড় হয়ে এসো তুমি!
মাঝে মাঝে জানালা পথে দুরের আকাশ দেখি
অথবা pic
মেঠোপথ বেয়ে গাঁয়ের বধুর হেঁটে যাওয়া।
কখনো বা রাখালের মিষ্টি গান গাওয়া।
সব কিছুর মাঝেই মনে হয় তোমার আসা যাওয়া!
।হয়তো তোমায় ভাবায় না এমন করে আমার স্মৃতি বেলা অবেলায়।

অভি: আর কিছুদিন অপেক্ষা করো।
পিএইচডি শেষ হলেই ফিরবো দেশে।
আনবো তোমায় আমার ঘরে বধুবেশে।

নীলা: যেদিন থেকে তুমি নেই আমার দৃষ্টির সীমানায়,
সেদিন থেকে মিশে আছো তুমি আকাশে ,বাতাসে, নদীর ঢেউয়ের মাঝে,
আছো হৃদয়ের গভীরতায়।
যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই
অসীম ভালোবাসায়।
হয়তো মিলবো আবার কোন একদিন
কোন সমুদ্রের মোহনায়।
আমি আছি তোমার অপেক্ষায়।

অভি: দুর পাগলী! এত কিছু ভেবোনা। তুমি আছো আমার হৃদয়ের মণিকোঠায়।ভালো থেকো নীলা।এখন বিদায়।