বাঁশিওয়ালা || মাহমুদা রিনি

আকাশ আমায় ডাকে অবেলায়-
তুমি আমার বুকে ভাসতে থাকা মেঘগালিচার নকশা হবে?
ঝরা বকুল বৃষ্টি হবে?
রিনিঝিনি ছন্দ তোলা–
রেশমি কাচের চুড়ি পরা
হাত দুখানির আলতো ছোঁয়ায়
গোধূলি আকাশ রাঙিয়ে দেবে!
শ্যামল কাজল তন্বী মেয়ে–
তুমি আমার পূর্ণচাঁদে আকাশ
ভরা জোছনা হবে?
কী যেন সব কাব্যকথা–
ওসব কী আর জানি আমি!
আমার কাছে কাজের বেলা
কথার থেকে অনেক দামী!
আমার পায়ে কলমিলতা
পথ চলতে জড়িয়ে যায়!
গায়ে আমার লাউডগা ঘ্রাণ–
দুধ-সাদা ফুল বেতসলতায়,
কোঁচড় ভরা কাঁটানটে তুলতে
বেলা গড়িয়ে যায়!
ত্রস্তচোখে আকাশ দেখি–
আমাকে সে অমনি থামায়!
আবোল-তাবোল বুঝি না ছাই–
কত কথা বলে যে যায়!
আকাশ বুঝি একলা কারো!
পাগলপারা এমনতরো!
মন যদি হয় উদাস কারো-
অমনি তারে মায়ায় ভুলায়!
ভীন গাঁয়ের সেই বাঁশিওয়ালা–
তার মতো সব কথা যে কয়!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়