বৃষ্টি ছোঁব বলে/শিতুল আফসানা

আজ শূন্যে বাড়িয়েছি দু হাত বৃষ্টি ছোঁব বলে,
ঐ শুভ্র মেঘের আঙিনায় কখন ছেঁয়েছে এক টুকরো কালো মেঘ
যেন তার আড়ালে মুখ লুকিয়ে ক্লান্ত রোদ্দুর…
আর বাতাসে পড়েছে কানাকানি এই বুঝি নামবে হঠাৎ বৃষ্টি!
আজ ঘর হতে ফেলেছি দু পা __
দু হাতে শুধু বৃষ্টি ছোঁব বলে।

আমার নগ্ন পায়ে বেঁধে নেব বৃষ্টি নূপুর বাজবে রিমঝিম নিক্বণ
মুখর হবে এই পড়ন্ত বিকেল,
মেঘে মেঘে গর্জে ওঠা ঐ অশনি সংকেত যেন ডেকে বলছে আমায়,
শ্যামা মেয়ে
ছুটবে কি আমার সাথে
ঐ দূর সীমান্তে!
যেখানে সবুজ ঘাসেরা খায় লুটোপুটি
এসো তবে এই বুঝি নামবে হঠাৎ বৃষ্টি!
পায়ে পায়ে এইতো এসেছি ছুটে অচেনা এই সবুজ প্রান্তর…
মেঘলা আকাশ যেন দিচ্ছে হাতছানি
আয় বৃষ্টি আয়
মর্ত্যে নেমে আয়
ফোঁটায় ফোঁটায় ঝরছে বৃষ্টি জল
দু হাতে এই আমি ছুঁয়েছি বৃষ্টি আর বৃষ্টি ছুঁয়েছে আমায়,
অধর গড়িয়ে নগ্ন পা আলতো করে ছুঁয়েছে তার শীতলতা
চপলা প্রাণ যে আমার পেল সজীবতা।