ব্যর্থতা।। অলিয়ার রহমান

তোমাকে যখন আমার খুব দেখতে ইচ্ছে করে –
আমি দু’চোখ বন্ধ করে গভীরভাবে
তাকিয়ে থাকি তোমার দিকে।
অবাক বিস্ময়ে দেখতে পাই –
ছিমছাম দুধ রঙা শরীর, পরনে নীল শাড়ি,
খোঁপায় বেলি ফুলের মালা আর
আমার চিরদিনের কাঙ্ক্ষিত
আলতা রাঙা একজোড়া পা।
শান্ত শরৎ বিকেলে তুমি নিরবে হেঁটে চলেছো
নব যৌবনা কপোতাক্ষের তীর ঘেঁষে ,
হাতে একগুচ্ছ নরম কাশফুল।

কতবার মনে মনে ভেবেছি –
একদিন তোমাকে বলবো –
ঐ একগুচ্ছ কাশফুলের বিনিময়ে
আমি তোমাকে দিতে পারি একটা
অবাক করা চান্নি-পসর রাত,
তুমি প্রতিদিন সেখানে
রূপালী জলের ঢেউ দেখবে মুগ্ধ নয়নে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়