যাদুর রোজনামচা: দুইটি কবিতা

★অভাবনীয়

আমাদের দূরত্ব ছিলো অনেক…
অনেক….কতোটা জানা তো নেই!
হতে পারে আকাশছোঁয়া –
হতে পারে পাতালঘেঁষা,
হতে পারে আলিশান আর গাছতলা!

আমাদের দূরত্ব দৃষ্টিতে সৃষ্টিতে,দূরত্ব দেহে মনে।
যেমন তেমন তো নয় মুদ্রার এপিঠে ওপিঠে!
আমাদের দৃষ্টিতে ৬/৯ –
আমাদের সৃষ্টিতেও অনাসৃষ্টি হয়।

তারপরও আমাদের কান্না স্রষ্টা শুনতে পেতেন
আকাশ থেকে বৃষ্টি দিতেন!
আমরা ক্রমশঃ দূরত্বটা বাড়তে দিয়েছি সযতনে
আমরা হেরে জিতেছি দৈবের টানে।।

★★বলো স্বাধীনতা

কোনো দাসত্ব বন্দনা নয়
নয় কোনো বাধ্যবাধকতা
জুজু’র ভয়ে চুপ থাকা নয়
স্বাধীনতা বলো স্বাধীনতা।

কোনো তৈল হাওয়া নয়
নয় কোনো চাটুকারিতা
কারো চটি চেটে বাঁচা নয়
স্বাধীনতা বলো স্বাধীনতা।

কোন দয়া অনুগ্রহ নয়
নয় কোনো হীনমন্যতা
স্বাধীন দেশে মাথানত নয়
স্বাধীনতা বলো স্বাধীনতা।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়