শিশুর স্বপ্ন কেন চুরি।। শীলা প্রামাণিক

আমি শিশু
আমার মনে ওড়ে সদাই আকাশ ছোঁয়া ঘুড়ি
প্রতিদিন আমি জন্ম নিই মায়ের ক্রোড়ে ভুরি ভুরি।
স্বপ্ন দেখি নিত্য নতুন
ঘুরে বেড়াই আকাশ-বাতাস পাহাড়-সাগর নদী
স্বপ্ন দেখি ঘাসের ডগায় শিশির হতাম যদি।
আমার মনে ওড়ে সদাই আকাশ ছোঁয়া ঘুড়ি
আমার কেন হয় বলতো স্বপ্নগুলো চুরি ?
সবার মতো আমার কেন ঠাঁই হয় না
পাঠশালাটার আঙিনায় ?
আমি কেন ফুটতে পারলাম না
ফুলের মতো পাপড়ি ডানায় ?
আমি কেন হাসতে পারিনা
চাঁদের মুখের হাসি কেড়ে
আমায় কেন বন্দী করলে
হোটেলের ওই রান্নাঘরে ?
বন্দী করলে মোটর গ্যারেজে
ওদের বাড়ির বাসন কেন
আমায় বলো মাজতে হয় ?
আমায় কেন রোজ যেতে হয় ইটের ভাটায়,
প্লাস্টিকের কারখানায়
কখনোবা বাদামওয়ালা কিংবা চা-খানায়
আমায় কেন সাজতে হলো টোকাই ?
আমায় কেন বিকিয়ে দিলে
তোমাদেরই নিষ্ঠুরতার যাঁতাকলে ?
আমারও তো ইচ্ছে করে মুক্ত হাওয়ায় বাঁচার
আমারও তো আছে বলো স্বাধীনতার অধিকার।
এসো এবার সবাই এসে বলো
গতকালের বঞ্চনা সব ধুয়ে মুছে ফেলো।
নতুন করে নতুন জয়ের আশার প্রদীপ জ্বালো
শিশুর মনের স্বপ্নগুলো আকাশ সম মেলো।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়