শিয়ালের মধু পান/ আঞ্জুমান আরা খান


ইতুল বিতুল তেঁতুল গাছে
মৌমাছিদের বাসা,
মধুর লোভে নিত্য শিয়াল
করে যাওয়া আসা।

চাকের ভিতর জমছে মধু
যাচ্ছে দেখে শিয়াল,
বিফল আশায় চাটে কেবল
তা’রি দু’টি চোয়াল।

রাত গভীরে অবাক কাণ্ড
শিয়াল উঠে গাছে!
ভাবনা ছিলো মৌমাছির দল
ঘুমিয়ে বুঝি আছে।

মধুর আশে চাকে চুমুক
বসে গাছের ডালে,
অমনি রেগে মৌমাছি সব
হুল ফোঁটাল গালে!

ব্যথার জ্বালায় শিয়াল এবার
হলো টালমাটাল!
ফুঁপিয়ে কেঁদে বলে শিয়াল
মধু কেন রে..ঝাল!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান