শুধু কল্পনা করতে পারি/ সুদীপ দাস

আমি শুধু কল্পনা করতে পারি
সেদিন বিপথগামী সেনা সদস্যের দল তাদের ভুল বুঝতে পেরেছিল
তাই হিম শীতল বন্দুকের নল মস্তক অবনত করেছিল-
বিশাল মহীরুহের সামনে দাঁড়িয়ে।
পিতা স্নেহমাখা সুরে তাদের বলেছিলেন-
তোরা সব বস
চা খেয়ে যাস।

আমি শুধু কল্পনা করতে পারি
মেজর জিয়া টেনিস খেলার জন্যেই খুনীদের সাথে টেনিস খেলত
কোন কুট রাজনীতি ছিল না খেলার মাঠে।
আমি শুধু কল্পনা করতে পারি
খন্দকার মোশতাক কুমিল্লায় যায় নাই
খুনীদের সাথে ১৫ আগস্টের পূর্বে দেখা করে নাই
সুযোগ সন্ধানী উপসেনাপ্রধান কালরাত্রে সামরিক পোশাকে আবৃত ছিল না
পিতার মৃত্যুর খবর পেয়ে উদ্ধত সুরে বলে নাই- “সো হোয়াট
ভাইস প্রেসিডেন্ট আছে না”?

আমি শুধু কল্পনা করতে পারি
বঙ্গবন্ধু প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছিলেন-
নব্যধনীদের উথ্থান রোধ করতে
গরীবের মুখে হাসি ফোটাতে।

আমার কল্পনাগুলি কল্পনাই থেকে যায়
আর পনেরো আগস্ট ফিরে আসে
ফিরে আসে শোকের বারতা নিয়ে
ফিরে আসে শক্তি হয়ে।