`গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!'


দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম 'গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!' এ খবরে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে।

বেশিরভাগ মামলার আসামিই আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক দুই আইজিপিসহ অন্তত ১০-১২ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত ৯০ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে বলে এই খবরে বলা হয়েছে।

তা ছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যদের যেকোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।


https://www.deshrupantor.com/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ