যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী মাহজাবীন হক।
মাহজাবীন এ বছর যুক্তরাষ্ট্রের ওয়েনি স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাসার দুটি বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন এই কৃতি শিক্ষার্থী। প্রথমে তিনি টেক্সাসে অবস্থিত নাসার জনসন মহাকাশ কেন্দ্রে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। এরপর, তিনি মিশন কন্ট্রোল সেন্টারে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন।
ছোটবেলা থেকেই নাসায় কাজ করার স্বপ্ন ছিলো মাহজাবীনের। সেই স্বপ্ন পূরণ হওয়ার কৃতিত্ব তিনি দেন তার মা ফেরদৌসি চৌধুরীকে।
মা-বাবার সঙ্গে মাহজাবীন প্রথম যুক্তরাষ্ট্রে আসেন ২০০৯ সালে। তার বাবা এনামুল হক পেশাগত কাজে বাংলাদেশে অবস্থান করায় মাহজাবীন তার মা ও ভাইয়ের সঙ্গে মিশিগানে বসবাস করছেন।