লন্ডনে জমজমাট বাংলাদেশ বইমেলা

লন্ডনে অনুষ্ঠিত হলো জমজমাট বাংলা বইমেলা। ২৩ এবং ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে। আয়োজনে পূর্বলন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত বৃষ্টিভেজা দিনে এ উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান আব্দুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মাহমুদ শাহ কোরেশী, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ওসমান গনি নাজমা মান্নান, মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ নাহাজ পাশা এবং কাউন্সিলর আয়াস মিয়া। বইমেলায় অংশ নেন বাংলাদেশের আগামী প্রকাশনীর ওসমান গনি, অনিন্দ প্রকাশনের আফজাল হোসেন, উৎস প্রকাশনীর মোস্তফা সেলিম, ইত্যাদি গ্রন্থ প্রকাশের আদিত্য অনিক, নালন্দা রহমান জুয়েল এবং স্থানীয় বেশ কয়েকটি প্রকাশনী সংস্থা।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাসে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘আব্দুল মতিন সাহিত্য পুরস্কার ২০১৮’ এবং ‘তাসাদ্দুক আহমদ পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়। এই পুরস্কার পান যথাক্রমে রব্বানী চৌধুরী ও বিশ্বজিত সাহা। কবিতা, গান, আড্ডায় জমজমাট দুই দিনের এই সাংস্কৃতিক উৎসব মিলন মেলায় পরিণত হয়।

মন্তব্য করুন