প্রতিবছর বাংলা একাডেমির বইমেলাকে কেন্দ্র করে লেখক ও প্রকাশকের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। ২০২৪ বইমেলার জন্যও বই প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেলায় প্রকাশের জন্য পাণ্ডুলিপি আগেভাগে না পেলে তাড়াহুড়োর কারণে মুদ্রণজনিত ত্রুটি বেড়ে যায়। এ কারণে প্রকাশকরা চান লেখকরা যেন আগেভাগে পাণ্ডুলিপি পাঠিয়ে দেন। পর্যাপ্ত সময় পেলে বইটি নির্ভুলভাবে প্রকাশ করা সম্ভব হয় ।
প্রতিবছর একুশে বইমেলায় জলছবি প্রকাশনের স্টল বরাদ্দ পেয়ে আসছে। আগামী মেলায়ও তার ব্যতিক্রম হবে না। জলছবি সারাবছর বই প্রকাশ করে থাকে। তবে একুশে মেলার জন্য জলছবি ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকে। জলছবি থেকে বই প্রকাশ করতে হলে ডিসেম্বরের মধ্যে পাণ্ডুলিপি পাঠাতে হবে। নতুন লেখকরা প্রকাশনা খরচ দিয়ে বই প্রকাশ করবেন, এটাই নিয়ম। তবে শর্ত থাকে যে, পাণ্ডুলিপি পরিচ্ছন্ন ও সাবলীল হতে হবে। মানসম্মত পাণ্ডুলিপি ছাড়া জলছবি প্রকাশন বই প্রকাশ করে না।
জলছবি প্রকাশন থেকে বই প্রকাশ করতে হলে পান্ডুিলিপি কম্পোজ করে (বিজয়/অভ্র) jalchhabi2015@gmail.com ইমেইলে পাঠাতে হবে। প্রয়োজনে প্রকাশক/সম্পাদকের সঙ্গে ০১৮১৭১২৭৮০৭ নম্বরে (whatap) ফোন করা যাবে।