মেহেদী হাসান : পিরোজপুরের মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে ‘জলছবি’ প্রকাশনের পক্ষ থেকে বেশকিছু বই প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে পাঠাগারের সদস্য সচিবের কাছে ‘জলছবি’ প্রকাশনার প্রায় ৫০টিরও অধিক বই প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর কাছে ‘জলছবি’ প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক নাসির আহমেদ কাবুলের পক্ষে এই বই হস্তান্তর করেন সাংবাদিক আবদুস সালাম আজাদী ও সাংবাদিক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, পাঠাগারের সদস্য সচিব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, শহীদ পরিবারের সদস্য ও পাঠাগারের সদস্য পরিমল চন্দ্র হালদার, পাঠাগারের সদস্য কবি মেহেদী হাসান, সাংবাদিক শাকিল আহমেদ প্রমুখ।
কবি ও গীতিকার নাসির আহমেদ কাবুল পাঠানো এক বার্তায় বলেন, ‘ আমার জন্ম মঠবাড়িয়ার ব্যাংকপাড়ায়। সেখানের আলো-বাতাসে আমার বড় হয়ে ওঠা। মঠবাড়িয়ার সাংস্কৃতিক আন্দোলনে এক সময় পুরোভাগে থাকার চেষ্টা ছিল আমার। অবশেষে ঢাকায় লেখাপড়া ও চাকরির কারণে এলাকার সঙ্গে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়! তবু মনের মধ্যে মঠবাড়িয়াকেই লালন করি, সে আমার চেয়ে কে আর ভালো জানে ? মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারের জন্য আমার লেখা কয়েকটি বই ও আমার প্রকাশনা সংস্থা জলছবি প্রকাশন থেকে প্রকাশিত কিছুবই পাঠকদের জন্য পাঠানো হলো। বইগুলো পাঠকের ভালো লাগলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করছি।’
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন, ‘বই মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ায়। তাই সকলের উচিত জ্ঞান অর্জনের জন্য বেশী বেশী বই পড়া। মঠবাড়িয়া সাধারণ পাঠাগারে বই প্রদানের জন্য আমি জলছবি প্রকাশনকে ধন্যবাদ জানাই। ’
মেহেদী হাসান/মঠবাড়িয়া প্রতিনিধি/ ০১৭১১-৯০৮২৮৫