আজ আগামী এখন পুরোটাই সাহিত্য ম্যাগাজিন। জলছবি বাতায়ন বিলুপ্ত হয়ে যাওয়ার পর আজ আগামী (www.ajagami24.com) সাহিত্য ম্যাগাজিন হিসেবে আত্মপ্রকাশ করেছে।গল্প, কবিতা, শিশু সাহিত্য থেকে শুরু করে ধারাবাহিক উপন্যাস ও সাহিত্যের অন্যান্য শাখার লেখাগুলো প্রকাশ করবে আজ আগামী। আজ আগামীতে কোনো রাজনৈতিক নিবন্ধ, প্রবন্ধ বা সংবাদ প্রকাশ করা হয় না। তবে শিল্প-সাহিত্য সম্পর্কিত যে কোন সংবাদ অত্যন্ত গুরুত্বসহকারে এই মাধ্যমে প্রকাশিত হবে।
আজ আগামী প্রবীণ, নবীন এমন কি শিশুদের লেখা সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করে থাকে। লেখা পাঠাতে হবে ইমেইলে (ইমেইল : jalchhabi2015@gmail.com)। প্রকাশিত লেখার জন্য কোনোরকম সম্মানি দেয়া হয় না। আজ আগামী জলছবি প্রকাশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। জলছবি প্রকাশন সৃজনশীল বই প্রকাশ করে থাকে। প্রতি বছর বইমেলায় জলছবি প্রকাশনের স্টল বরাদ্দ থাকে। জলছবি প্রকাশন থেকে প্রতিবছর নতুন ও পুরাতন লেখকদের বই প্রকাশিত হয়ে আসছে। বই প্রকাশ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজ আগামীর প্রধান সম্পাদক ও জলছবি প্রকাশনের প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগের ফোন নাম্বার ০১৮১৭১২৭৮০৭। ইমেলইল jalchhabi2015@gmail.com