আকাশ আমায় ডাকে অবেলায়-তুমি আমার বুকে ভাসতে থাকা মেঘগালিচার নকশা হবে? ঝরা বকুল বৃষ্টি হবে? রিনিঝিনি ছন্দ তোলা–রেশমি কাচের চুড়ি পরাহাত দুখানির আলতো ছোঁয়ায়গোধূলি আকাশ রাঙিয়ে দেবে!শ্যামল কাজল তন্বী মেয়ে–তুমি আমার পূর্ণচাঁদে আকাশ ভরা জোছনা হবে? কী যেন সব কাব্যকথা– ওসব কী আর জানি আমি! আমার কাছে কাজের বেলাকথার থেকে অনেক দামী!