বারভূঁইয়া

দি টাইগার অব সুন্দরবন মহারাজা প্রতাপাদিত্য

মহরাজা প্রতাপাদিত্য বাংলার বার ভূইয়াদের অন্যতম ছিলেন। মোঘল যুগে প্রতাবাদিত্য উপমহাদেশের পূর্বাঞ্চলের অন্যতম বিষ্ময়। মোগল আমলের যশোরের ইতিহাসে তিনিই প্রধান ব্যক্তিত্ব। মোঘল যুগে যশোর ইতিহাস বলিতে প্রতিপদিত্যের ইতিহাস বলিলেও অতুক্তি হইবে না।