শাহনাজ শারমিন

বকুল সই।। শাহনাজ শারমিন

শিশিরের দূর্বা ভেজা মেঠোপথের রাস্তা।বাবার হাত ধরে লাফাতে লাফাতে বেলা স্কুলে যাচ্ছে । ওর বয়স চার বছর, আজ ওর প্রথম স্কুল যাত্রা। কুঁকড়ানো কালো চুলে ঝুটি বাঁধা । সাদা একটা ফ্রক গায়ে দেখতে মনে হচ্ছে যেন সাদা পরী । এদিক ওদিক তাকাচ্ছে আর হাসিতে গড়িয়ে পরছে। বাবা পরম যত্নে মেয়েকে আগলে ধরে নিয়ে যাচ্ছে ।