আজ শুভ ভাইফোঁটা

অলোক আচার্য – ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের নাম ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লাতিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এর আরও একটি নাম হল যম দ্বিতীয়া। ভাইয়ের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনায় এই দিনের সকাল থেকেই বোন ঘাসের ডগায় লেগে থাকা শিশির সংগ্রহ করে। তারপর চন্দনের সাথে তা মিশিয়ে ভাইকে ফোঁটা দেয়। কথিত আছে, এই দিনে মৃত্যুর দেবতা যম তার বোন যমুনার হাতে ফোঁটা দিয়েছিলেন। অন্য আরেকটি মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিএ তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। এই দিনে নানা রকম মিষ্টি জাতীয় খাবার তৈরি করে ভায়ের সামনে দেওয়া হয়।ভাই যদি বড় হয় তবে বোনের জন্য উপহার আনে আর বোন যদি বড় হয় তবে ভাইয়ের জন্য উপহার আনে। আশীর্বাদ নেয়। অনামিকা আঙুলে শিশির ও চন্দন মিশ্রিত ফোঁটা নিয়ে ভাইয়ের কপালে স্পর্শ করে উপরোক্ত লাইনটি বলে।

কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য