একটি ভাষণ, একটি দেশ।। জয় মজুমদার

একটি ভাষণ, একটি দেশ
বাঙালি পেয়েছে একটি স্বাধীন দেশ।

একটি ভাষণ, একটি দেশ
বজ্রকন্ঠের প্রতিধ্বনি পাকবাহিনীর সময় শেষ।

একটি ভাষণ, একটি দেশ
জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

একটি ভাষণ, একটি দেশ
বাঙালি জাতির জীবন থেকে অন্ধকার কাটিয়ে
এনেছে আলোর বেশ।

একটি ভাষণ, একটি দেশ
বাঙালির মুক্তির পথ দেখিয়েছেন যিনি ;
বাংলার মানুষ আজও বজ্রকন্ঠের নিকট ঋণী।

একটি ভাষণ, একটি দেশ
তুমি ছিলে সাত কোটি বাঙালির আস্থার বাতিঘরে;
তোমার কন্ঠে উজ্জীবিত হয়ে, ‘বীর বাঙালি অস্ত্র ধরে।’

একটি ভাষণ, একটি দেশ
উজ্জীবিত হয়ে বাংলার মানুষ ;
অর্জন করে এই স্বপ্নের বাংলাদেশ।

একটি ভাষণ,একটি দেশ
হৃদয়ে জাগায় অসীম সাহস –
অস্ত্র হাতে যুদ্ধ করে;
দেশ মাতাকে স্বাধীন করে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়