কবিতায় কথা বলা
কিছু না বলার উছিলা তোমার,
কে না জানে
কথার ফাঁদ আর শব্দের আবাদ বিপরীত চেতনার?
কবি, ভাবনার রাজপ্রাসাদে নিরলস ..নির্নিগড়
তুমি কথার ঘোরপ্যাচে মস্ত দস্তিদার।
কথা দিয়ে কবিতার অলঙ্কার বানানো
আর অলঙ্কার নিয়ে কবিতার গতর সাজানো,
সে-ও তোমার কৌটিল্যের কুটনীতির চর্চা মাত্র।
যেখানে আলো খাবি খায় খবিশে
তোমার কলম স্বার্থের তালাশে
ছোপ ছোপ কালিতে নেভায় দ্রোহের বহ্নি,
তুমি মিথ্যার ঔরসে জাত ইবলিশের’ই তন্বী।
তুমি তাকাও আকাশে
উড়াও বৈরি বাতাসে লোভের ওড়না,
কাঁদে কবি ঘরে
ভাবনারা তার মরে
তোমার কথার আগুনে পুড়ে ঝরনা।
তোমার সাথে কবিতা
কিংবা কবিতার ব্যঞ্জনে তুমি
মরা গাঙে পালতুলে জোয়ারের প্রতিক্ষার মতো।
সত্যটা তাই জেনে যাক কেউ-
কবিতার জন্য তুমি নও;
তুমি কেবল কবিতার ভ্রূণে কথার হুল ফোটাও।