কাকতাড়ুয়া/আঞ্জুমান আরা খান

কাকতাড়ুয়া সাজতে খোকা
গেল সরষে ক্ষেতে,
সারাটা দিন কাটল যে তার
খেলাধুলায় মেতে।


সরষের ভেতর ভূত থাকে যে
যেই পড়েছে মনে!
অমনি খোকা সাঁঝের বেলা
ছুটে বাড়ির পানে।


মায়ের বুকে মুখ লুকিয়ে
ফিস্ ফিসিয়ে বলে,
আর যদি মা যাই কখনো
দিয়ো কান’টা মলে!


মা বললেন আদর দিয়ে
ভয় পাসনে খোকা!
সরষের ভেতর ভূত লুকাবে
ভূত কি অত বোকা!