পার পাবে না /তাছাদ্দুক হোসেন

বলতে হবেই ছাড়ছি নে আজ
কেমন করে বাড়ল বেহাজ
ভুড়ি,
চর্বিতে গাল ঝুলেই গেছে
গর্দানা ঘাড় ফুলেই গেছে
কেশর দোলাও বাজাও হাতে
তুড়ি।
হাতির গতর পুষতে বেটা
করছ কাকে চ‍্যাপ্টা পেটা
রোজ,
পাচ্ছ কোথায় দিচ্ছে কারা
ভোজ।
রহস‍্যটা উদঘাটনে সদলবলে
খোঁজ।
হাহ্ হা হিহি জাবর কাটা
নাদুস নুদুস বলির পাঠা
শোন্
চামচিকেও ঈগল হলো
সকল সময় করছে ফলো
সোনার চুড়ির দেখবি কেমন
গুণ।
উল্টে পড়ে ধপাস পগারপাড়
পার পাবে না আর!


( ৩/১ করপোরেশন রোড, ময়মনসিংহ
সন্ধ‍্যা : ৬•১০ মি : ১৩/০৮/২০২১)