জাগাতে এসেছি/খোন্দকার শাহিদুল হক

আমি জাগাতে এসেছি
যুবক-যুবতীর মুমুর্ষু স্বপ্নগুলো
আমি জাগাতে এসেছি
শ্রান্ত পথিকের ঘুমন্ত পদধুলো।


আমি জাগাতে এসেছি
পুষ্পের ঠোঁটে মিষ্টিবাণীর সুর
আমি জাগাতে এসেছি
ছিন্নপথের পথকলি-ব্যথাতুর।


আমি জাগাতে এসেছি
আঁধারের বুকে জোছনাভরা চাঁদ
আমি জাগাতে এসেছি
সূর্যের চোখে প্রভাতের আহ্লাদ।


আমি জাগাতে এসেছি
আগুনের তেজ চেতনার লেলিহান
আমি জাগাতে এসেছি
বায়ুর গতিতে বজ্রের আহ্বান


আমি জাগাতে এসেছি
ঘুমন্ত সূর্য ডুবন্ত তরীর হাল
আমি জাগাতে এসেছি
ফাগুনের বুকে যৌবন চিরকাল।


আমি জাগাতে এসেছি
মাটির মমতায় জীবনের জয়গান
আমি জাগাতে এসেছি
ক্ষয়িষ্ণু আশায় সৃষ্টির উপাখ্যান।


আমি জাগাতে এসেছি
কাব্যভুবনে চেতনার নয়া কলি
আমি জাগাতে এসেছি
মানুষের বুকে শ্রেষ্ঠ ঘটনাবলী।