এ বছর বইমেলায় জলছবি প্রকাশন জনপ্রিয় কথাসাহিত্যিক সঞ্জয় মুখাজ্জীর তিনটি বই প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে উপন্যাস ‘অপরাজিতার আকাশ’, কবিতাগ্রন্থ ‘আরশিতে তুমি’ ও বানানবিষয়ক বই ‘ছন্দে লিখি বানান শিখি।
সোহারাওয়াদীর্ উদ্যোনে জলছবি প্রকাশনের ৭০০ নাম্বার স্টল ছাড়া জলছবির একমাত্র পরিবেশক ম্যাগনাম ওপাসে বইগুলি পাওয় যাবে। রকমারি ডট কম ছাড়াও ফেসবুক গ্রুপ https://www.facebook.com/JalchobiProkashon/ এ অর্ডার করে ঘরে বসেও জলছবি থেকে প্রকাশিত সব ধরনের বই সংগ্রহ করা যাবে।
বিস্তারিত জানান : ০১৮১৭১২৭৮০৭