২০২৩ বইমেলায় জলছবি প্রকাশন আরও একটি যৌথকাব্য প্রকাশ করবে। আগ্রহী লেখকদের ১০টি কবিতা ইমেইলে jalchhabi2015@gmail.com পাঠাতে হবে। প্রতিটি কবিতা হতে হবে ২০ থেকে ৩০ লাইনের মধ্যে।
কবিতা মানসম্মত হতে হবে। বিজয় ও অভ্রতে কম্পোজ করে কবিতা পাঠাতে হবে। কবির ছবি হাই রেজুলেশনের হতে হবে। কবিতার সঙ্গে কবির মেইলিং ঠিকানা ও ফোন নম্বর (হোয়াটআপ সংযোগ থাকলে ভালো হয়) দিতে হবে।
গত বছরের মতো এবারও কবিরা সম্মিলিতভাবে প্রকাশনার খরচ বহন করবেন।