নীল খামের ওই আকাশ চিঠি
আমিযখন হাতে পেলাম,
হৃদ গগনে আভাস এলো
শরৎটাকে পেয়ে গেলাম।
থরে থরে শুভ্র মেঘের
অবিশ্রান্ত ওড়াওড়ি,
রোদের ঝিলিক হাসছে দেখো
রংধনু যে রঙিন ঘুড়ি।
কাশের বনে দোল দিয়ে যায়
মন পবনের শান্ত ছেলে,
কুমুদ ফুলে সাজছে দিঘী
কাকচক্ষুর স্বচ্ছ জলে।
ঝিরিঝিরি বইছে হাওয়া
আকাশে রৌদ্রছায়ার খেলা,
এক পশলা জল নামিয়ে
ভিজিয়ে দিলো মেঘের ভেলা।
প্রকৃতি আজ গাঁথছে মালা
গগনশিরীষ,ছাতিম দিয়ে,
শরৎ রাণীরে করবে বরণ
শিউলি ফুলের ডালা সাজিয়ে।