বাংলা ভাষা, সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিজস্বতা বজায় রেখে যাঁরা লেখালেখির চর্চা করছেন, তাদের পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে ‘সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১’ প্রদান করা হবে। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটি পাণ্ডুলিপি আহ্বান করেছে।
প্রথমবার পুরস্কার দেয়া হবে- শিক্ষা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট, গণমাধ্যম: প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়া, কথাসাহিত্য, শিশু-কিশোরসাহিত্য, ধর্মচিন্তা ও জীবনধারা, ইতিহাস-ঐতিহ্য, ভ্রমণসাহিত্য, স্বাস্থ্য, খেলাধুলা, কবিতাসহ ১১টি বিভাগে। অংশগ্রহণ করতে অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১’র মধ্যে।
জুরি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হবে ১০ ডিসেম্বর, ২০২১ তারিখে।
পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না। মনোনীত পাণ্ডুলিপি একুশে গ্রন্থমেলা-২০২২শে গ্রন্থাকারে প্রকাশ করা হবে।
পাণ্ডুলিপির প্রিন্ট কপি সাহিত্যদেশ, হোসাফ টাওয়ার-২য় তলা, রুম-৭৭, মালিবাগ মোড়, ঢাকা ঠিকানায় এবং সফটকপি sahityodesh@gmail.com ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। অথবা বিস্তারিত জানতে ফোন নম্বর দেওয়া হয়েছে ০১৮২৯৩৮৯৯১২।
সাহিত্যদেশ’র প্রথমবারের মতো এই পুরস্কার আয়োজনে থাকছে ৫,০০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট, সনদ ও শংসাপত্র প্রদান।
‘সাহিত্যদেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২১’ আগামী ১ এপ্রিল, ২০২২ তারিখে সাহিত্যদেশ সাহিত্য উৎসবে মনোনীত লেখকদের হাতে তুলে দেয়া হবে।