জলছবির আরও একটি যৌথকাব্য : অংশগ্রহণ করুন

আগামী বইমেলায় (২০২২) জলছবি প্রকাশন থেকে আরও একটি যৌথ কাব্য প্রকাশিত হবে। গত বছর ষোলো কবির প্রেমের কবিতা ‘সে আসে ধীরে’ প্রকাশিত হওয়ার পর এটি হবে জলছবি প্রকাশনের তৃতীয় যৌথকাব্য। এর আগে ২০১৫ সালে প্রথম যৌথকাব্য ‘কোমল গান্ধার’ প্রকাশিত হয়। দুটি বইই পাঠকমহলে ব্যাপক পরিচিতি লাভ করে।

অংশগ্রহণের নিয়মাবলী :

১. যৌথকাব্যে একজন কবির মোট ১০টি কবিতা প্রকাশ করা হবে। কোনো কবিতাই ৩২ লাইনের বেশি হবে না।

২. কবিতাগুলো যে কোন বিষয়ের উপর লিখিত হতে পারে । বিষয়ের নির্বাচনে কোনো বাধ্যবাধকতা নেই।

৩. একজন কবিকে প্রকাশনা খরচ হিসেবে ৩ হাজার টাকা দিতে হবে। অবশ্য দেয় পরিমাণ টাকার বই লেখককে সৌজন্য কপি হিসেবে দেয়া হবে।

৪. লেখা নির্বাচনের ব্যাপারে সম্পাদকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে; অংশগ্রহণেচ্ছু কেউ বাদ পড়লে সম্পাদক কারণ দর্শাতে বাধ্য থাকবেন না।

৫. একজন কবি অতিরিক্ত ১৫টি কবিতা পাঠাতে পারবেন। এর মধ্য থেকে ১০টি কবিতা প্রকাশের জন্য বাছাই করা হবে।

৬. পাণ্ডুলিপির জন্য পাঠানো কবিতা কোনোভাবেই পরিবর্তন, পরিবর্ধন করা যাবে না।

৭. প্রচ্ছদ নির্বাচনের ক্ষমতা এককভাবে প্রকাশক সংরক্ষণ করেন।

৮. কবিতা ও প্রকাশনা খরচ আগে প্রাপ্তির ভিত্তিতে সূচিপত্র ঠিক করা হবে। প্রকাশনা খরচ না পাওয়া পর্যন্ত অংশগ্রহণ চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

৯. কবিতাগুলো বিজয় অথবা অভ্রতে লিখা হতে হবে। পাঠাতে হবে ইমেল jalchhabi2015@gmail.com অথবা প্রকাশক/সম্পাদকের ইনবক্সে। কোনো ব্যাপারে আলোচনা/পরামর্শের জন্য ফোন করা যাবে ০১৮১৭১২৭৮০৭ নম্বরে।

১০. কবিদের অংশগ্রহণের টার্গেট পূর্ণ হওয়ার পর নতুন আর কোনো কবিকে প্রকশনার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে না। কতজন কবি অংশগ্রহণ করবেন, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৫ বইমেলায় প্রকাশিত প্রথম যৌথকাব্য ‘কোমল গান্ধার’-এ অংশগ্রহণকারী কবিরা হলেন :

কবি পুলক বিশ্বাস, কবি লুৎফুর পাশা, কবি শালিমা রাহাত মৌসুমী, কবি মফিজুল ইসলাম খান, কবি আহমেদ রব্বানী, কবি সোহেল আহমেদ পরান, কবি জসীম উদ্দীন মুহম্মদ, কবি দিল মোহাম্মদ শাহেদ, কবি ফেরদৌসী শিল্পী, কবি কাজী ফাতেমা ছবি, কবি তরুণ কর্মকার ও কবি নাসির আহমেদ কাবুল।

২০২০ বইমেলায় প্রকাশিত দ্বিতীয় যৌথকাব্য ‘সে আসে ধীরে’র কবিরা হলেন :

কবি আবির সাকিব, কবি আবু সাঈদ সুজন, কবি আরিফ নজরুল, কবি আলম মাহবুব, কবি এম.এম.এইচ. মুকুল, কবি তাছাদ্দুক হোসেন, কবি তাহমিনা সুলতানা, কবি নাসির আহমেদ কাবুল, কবি নূরুল গণি, কবি ফকির চাঁদ, কবি মাসুম আজিজ, কবি মাহবুবা পারভীন, কবি মো: মোস্তফা কামাল, কবি রুমা দাশ পড়শি, কবি শাহীন সুলতানা, কবি সফির আহমেদ কামাল।

নাসির আহমেদ কাবুল

সম্পাদক ও প্রকাশক

জলছবি প্রকাশন

ফোন : ০১৮১৭১২৭৮০৭, ০১৯১৫৬৮৪৪৩৪

ইমেইল : jalchhabi2015@gmail.com