প্রতিটি নববর্ষের সূর্যরক্তিম প্রভাতবেলায় রমনার বটতলায় তোমাকে দেখি
ছায়ানটের অনুষ্ঠানে মৃদঙ্গের তালে তালে
নেচে বেড়াতে;
পাতায় পাতায় কাঁপন জাগাতে
অন্তর মথিত মন্দ্রিত গানে, সুরে, বেহাগে;
তুমিই আমাদের সেই রবীন্দ্রনাথ!
অনলাইন সাহিত্য ম্যাগাজিন