সাহিত্য

কাব্যিক উজবুক।। জাহিদুল যাদু

কবিতা আর লিখতে পারলাম কই
সবই হলো গদ্য, সবই হলো প্রবন্ধ
নয়তো ছাতামাথা।
কবিতা আর লিখবো কেমন করে
যখন বুকের মাঝে মিথ্যা অহমিকা!
কবিতা আর লিখতে পারলাম কই
সবই হলো প্রাত্যহিক বুকব্যথা,
সবই হলো আটপৌরে আদি রসের খাতা।