দিপা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের করিডোরে পায়চারি করছে। অপেক্ষার পালা যেন কিছুতেই শেষ হচ্ছে না। তার যেন আর তর সইছে না। কখন বাবা আসবে আর সে দৌড়ে গিয়ে বাবা কে জড়িয়ে ধরবে। এসব ভাবছে আর বাবার আসার অপেক্ষায় পথ চেয়ে আছে। তার সাথে তার মা ও ছোট বোন দিশা ও আছে। তারা ও অধীর আগ্রহে অপেক্ষা করছে।