আরও এক নক্ষত্রের বিদায়

করোনা মহামারীতে ঝরে গেলো আরও একটি নক্ষত্র। সালাম সালাম হাজার সালাম- গানের গীতিকার ফজল-এ-খোদা আমাদের মাঝ থেকে চলে গেছেন, রয়ে গেছে তার অমর সৃষ্টি। বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা সালাম সালাম হাজার সালাম এই গানটি রয়েছে ১২ তম স্থানে। ফজল-এ-খোদার লেখা ও আব্দুল জব্বারের গাওয়া সালাম সালাম হাজার সালাম গানটি মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল। আজও গানটি শুনলে দেশের প্রতি এক গভীর মমত্ববোধ জেগে ওঠে। একজন মানুষ দেশের মানুষের কাছে কিভাবে মূল্যায়িত হবে তা নির্ভর করে তার কর্মের ওপর। যে যে কাজে নিয়োজিত বিশেষ করে সৃষ্টিশীল কাজ সেখানে তিনি কতটা দক্ষতার ছাপ রাখছেন বা নিজস্বতা সৃষ্টি করছেন তার ওপর নির্ভর করে তিনি কিভাবে মানুষের হৃদয়ে ঠাঁই করে নেবেন। কর্মই তার মূল্যায়নের একমাত্র উপায়। সেই মূল্যায়নে ফজল-এ-খোদা বাঙালির মনে বেঁচে থাকবেন আজীবন। চলে যাওয়ার রাস্তায় সবাই থাকে। পৃথিবীর নিয়মেই বিদায় নিতে হয়। তবে যতদিন এসব সৃষ্টিশীল জাদুকর আমাদের মাঝে থাকেন ততদিন সেই ক্ষেত্র উপকৃত হয়। যা এতদিন হয়েছে। যে শূণ্যতা আর কোনোদিনই পূরণ হবার নয়।
সৃষ্টিশীল কাজ আসলে এমন একটি অভ্যন্তরীণ শক্তি তার বিকল্প কোনো শক্তি দিয়ে পূরণ করা যায় না। একজন লেখক তার লেখনীর মাধ্যমে পাঠককে কাছে টানেন। আবার সেই পাঠক যখন দর্শক হয়ে টিভি সেটের সামনে বসে অভিনয় দেখে তখন তাকে কাছে টানে একজন অভিনেতা। আর একটি গান যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে ভেতরের শক্তি হয়ে প্রেরণা যোগায় তখন তা হয় কালজয়ী। এমন কালজয়ী মানুষকে তাই লাখো সালাম। ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে তিনি অবসরে যান। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন ফজল-এ-খোদা। এছাড়াও তিনি লিখেছেন দেশাত্ববোধক,আধুনিক,লোকসঙ্গীত প্রভৃতি গান। গান লেখার পাশাপাশি ছড়াকার,সংগঠক ছিলেন। শিশু কিশোর মাসিক পত্রিকা শাপলা শালুক সম্পাদনা করেন তিনি। এছাড়াও তিনি যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, ভালোবাসার মূল্য কত আমি কিছু জানিনা, কলসি কাঁধে ঘাটে যায় কোন রুপসী, বাসন্তি রং শাড়ী পড়ে কোন রমণী চলে যায়, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে, প্রেমের এক নাম জীবন, ভাবনা আমার আহত পাখির মতো, পথের ধুলোয় লুটোবে- ইত্যাদি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন তিনি। ফজল-এ-খোদার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০ টি। তিনি চলে গেছেন কিন’ তার সৃষ্টি আমাদের যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে, পথ দেখাবে।

কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য