একুশ মানে।।আঞ্জুমান আরা খান

একুশ মানে আমার মায়ের
কান্না ভেজা বিলাপ,
একুশ মানে আমার বোনের
ঘুম জাড়ানো প্রলাপ।

একুশ মানে রাখালবাঁশি
পলাশরঙা ফাগুন,
একুশ মানে বুকের ভেতর
ঝলকে উঠা আগুন।

একুশ মানে শ্যামলছায়ে
বাংলামায়ের কোল,
একুশ মানে শিশুর মুখে
কান্না-হাসির বোল।

একুশ মানে সূর্যোদয়ের
একটি রাঙা প্রভাত,
একুশ আমার রপ্তভাষা
ভুলে সকল বিবাদ।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়