গোপন স্মৃতি/ সাবেকুন নাহার মুক্তি

কিছু স্মৃতি থাকে একান্ত গোপন ,
ভাষা বুননহীন ,দীর্ঘ নিঃশব্দ ক্ষরণ,
ক্ষণিক সুখী ;অনুপল বিষণ্ণ মন।

কিছু স্মৃতি আছে শুধুই প্রচ্ছন্ন আবেদন
প্রহরে বিদ্যমান ,নিশিতে অসমর্পিত নিবেদন
ঝরে পড়া ফুলের পাপড়ি, আড়াল অবেক্ষন।

কিছু স্মৃতি শুধুই অধরা অনুভূতি
অঝোরে বৃষ্টি ; বরফ গলা নদী ,
কখনো প্রজাপতি ,উড়ে বেড়ানো দিগ্‌বিদিক।

কিছু স্মৃতি আছে ; অবগুণ্ঠিত অন্তরে ,
কখনো শান্ত নোনাজল , উত্তাল তরঙ্গ
বেছে নেয় চির নির্বাসন ; থেকে যায় আপন ভুবনে।

স্মৃতিগুলো থাকে একক অস্তিত্বে ;
স্বাধীন সুদীর্ঘ নীরবতায় ; ইতিহাসে নয়।
সমাপ্তি ঘটে যেন একেকটি আত্মার মৃত্যুর অন্তরালে।